বেঙ্গল লিংকস | অনন্যা ঘোষ
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০১:৫৬ পিএম
বেঙ্গল লিংকস | অনন্যা ঘোষ
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০১:৫৬ পিএম
সিপিএম নেতৃত্বে একটি বইয়ের জন্য মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ঠিক তার পরই অমর্ত্য সেনকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রীসভার নবাগত মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি অমর্ত্য সেনকে কটাক্ষ্য করে বলেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক রঙের বাইরে বেরোতে পারেননি। অমর্ত্য সেনকে এদেশের পর্যাটক হিসাবে চিহ্নিত করেছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন " অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন পুরস্কার নেবেন আর কোন পুরস্কার নেবেন না সেটা সম্পূর্ন তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ।তাঁর সম্পর্কে অসম্মানজনক কথা দল সর্মথন করবে না।" বাবুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় নোবেল জয়ী অমর্ত্য সেন কোন মন্তব্যই করেননি। সিপিএম ও কংগ্রেস বাবুল সুপ্রিয়কে পাল্টা আক্রমণ করেছে। সিপিএমের নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘অমর্ত্য সেনকে নিয়ে বাবুল সুপ্রিয়র এই মন্তব্য হাস্যকর ।" যদিও শুক্রবার অমর্ত্য সেন শারীরিক ভাবে এই পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে ছিলেন না কিন্তু একটি লিখিত বিবৃতিতে বলেছিলেন সিপিএম নেতা মুজাফফর আহমেদ পুরস্কারে খুশি হয়েছি"। বাবুল সুপ্রিয়র এই মন্তব্যকে তীব্র সমালোচনা করছেন রাজনৈতিক মহলের অনেকেই।
আপনার মতামত লিখুন :