বেঙ্গল লিংকস | নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ১১:০৬ এএম
বেঙ্গল লিংকস | নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ১১:০৬ এএম
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন বিচারপতি ওয়াইএস চন্দ্রচূড়৷ চন্দ্রচূড় ভারতীয় সূপ্রিম কোর্টের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে বসতে চলেছেন। ৯ নভেম্বর বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপর ওই দিন থেকেই তিনি প্রধান বিচারপতি হিসাবে কাজ শুরু করতে চলেছেন। বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের পরবর্তী প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আগামী ২ বছর তিনি থাকবেন এই পদে।
সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে, বর্তমান প্রধান বিচারপতিকে সরকারি চিঠি পাঠাতে হবে কেন্দ্রকে পরর্বতী বিচারপতির নাম উল্লেখ করে। এবং সেই চিঠির একটি কপি যাবে পরবর্তী বিচারপতির কাছে। সেই অনুযায়ী, গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিরা বৈঠক করে প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত চিঠি পাঠায় কেন্দ্রের কাছে। ডিওয়াই চন্দ্রচূড় আগামী দু’বছরের জন্য প্রধান বিচারপতি হয়ে বসতে চলেছেন সুপ্রিম কোর্টে। আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর অবসর নেবেন তিনি।
বিচারপতি চন্দ্রচূড় ১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে কাজ শুরু করেন। এরপর ২০১৩ সালে ইলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে বম্বে হাইকোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন চন্দ্রচূড়। এর আগে চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড় ১৯৭৮ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ৭ বছর ছিলেন ওই পদে তিনি।
আপনার মতামত লিখুন :