বেঙ্গল লিংকস | নিউজ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৮:১৮ পিএম
বেঙ্গল লিংকস | নিউজ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৮:১৮ পিএম
আজ গুজরাতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিশাল সাফল্য পেয়েছে গুজরাতে কিন্তু হিমাচল প্রদেশে বিধানসভায় নিজেদের জায়গা তৈরি করতে পারেনি গেরুয়া শিবির। গুজরাতে নরেন্দ্রর রেকর্ড ভেঙেছে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র। দেশের সাতটি উপনির্বাচনের মধ্যে পাঁচটি হেরেছে পদ্ম শিবির। বিহারে জেডিইউ-র শাসনাধীন ছিল এইবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুব কম ব্যবধানে জিতেছে বিজেপি। মনীপুরী লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্বল যাদব। উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা আসন, রামপুর ও খাতৌলি বিধানসভা উপনির্বাচনে বড় ধাক্কা গেরুয়া শিবিরের। মৈনপুরীতে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব।সেখানে উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন রঘুরাজ সিং শঙ্খ। ছত্তিশগড়েও ভানুপ্রতাপপুরের বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী সাবিত্রী জিতেছেন ১৪ হাজার ভোটে। উত্তরপ্রদেশের খাতৌলিতে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে আরএলডি প্রার্থী। ওড়িশার পদমপুর আসনে ৯৪,৭৫৭ ভোটে এগিয়ে বহু জনতা দল। উত্তরপ্রদেশের রামপুর আসনে উপ নির্বাচনে বিজেপি বনাম সমাজবাদী পার্টির এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে হচ্ছে। রাজস্থানের সর্দারশহরে জিতেছে কংগ্রেস শিবির। কংগ্রেস জিতেছে ২৬ হাজারের বেশি ভোটে।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজেপিকে হিমাচল প্রদেশের জনতা জেতানোর চেষ্টা করেছে। হেরে গেলেও একশো শতাংশ উন্নয়ন করবে এই প্রতিশ্রুতি দেন তিনি।
আপনার মতামত লিখুন :